প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবীদের গাউন পরতে হবে

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর ও আইনজীবীদের মামলার শুনানির সময় গাউন পরতে হবে।
এ প্রসঙ্গে রোববার ট্রাইব্যুনাল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসি আছে, তাই এখানে গাউন পরতে হবে। এছাড়া নিম্ন আদালতের প্রতিটি কোর্টে যেন এসি থাকে, সেই ব্যবস্থা করার আহ্বান জানিয়ে ট্রাইব্যুনাল বলেন, ‘এটা (সব আদালতে এসির ব্যবস্থা করা) আমাদের হাম্বল রিকোয়েস্ট টু দ্য অথরিটি।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আদেশ অনুসারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে গত ২৫ মার্চ বলা হয়, দেশব্যাপী তাপপ্রবাহের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো। এ নির্দেশনা ৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
আজকে শুনানি চলার সময় বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন। তিনি গরমে গাউন না পরার বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা তুলে ধরেন এবং ট্রাইব্যুনালেও সেই নির্দেশনা মানতে হবে কি না, তা জানতে চান। তখন ট্রাইব্যুনাল বলেন এখানে এসি আছে তাই গাউন পরতে হবে। তারপরও কেউ যদি গরমে এখানে গাউন পরতে অসুবিধা বোধ করেন আমাদের বললে সেটি আমরা বিবেচনা করবো।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit