প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ১১:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ২:৩০ অপরাহ্ণ
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউনেস্কো শিক্ষা প্রধানের সাক্ষাৎ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর নবনিযুক্ত শিক্ষা প্রধান নোরিহিদে ফুরুকাওয়া। আজ বৃহস্পতিবার ইউজিসি সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সভায় ইউজিসি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক কল্যাণ বিষয়ক গবেষণার ইনসেপশন রিপোর্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্প গ্রহণের জন্য ইউনেস্কোর নবনিযুক্ত শিক্ষা প্রধান নোরিহিদে ফুরুকাওয়াকে ধন্যবাদ জানান। তিনি এই প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের আশ্বাস দেন।
এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, সচিব ড. মো. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের আওতায় দেশের ২২টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউজিসি ও ইউনেস্কো যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit