প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১:২৮ অপরাহ্ণ
ক্রীড়াঙ্গনে অংশগ্রহনের মাধ্যমে নিজের শারিরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করবে শিক্ষার্থীর : ডিআইজি আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানে দিনাজপুরে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার (জেলা পর্যায়) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম।
ডিআইজি বলেন, কোমলমতি শিক্ষার্থীরাই ক্রীড়াঙ্গনে অংশগ্রহনের মাধ্যমে নিজের শারিরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং সেই সাথে দেশকেও এগিয়ে নিয়ে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জেন-জি নতুন সূর্য এনে দিয়েছে। তাদের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম.সেবা।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর এ আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোছা. সামছুন নেহার, জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইনসহ অংশগ্রহনকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন এবং শিক্ষার্থীবৃন্দ।
আয়োজকরা জানান, ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ১০০-১৫০০ মিটার দৌড়, বর্শা নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, লাফ ধাপ ও ঝাপ, চাকতি নিক্ষেপ, গোলাক নিক্ষেপ, পাঃ, দন্ড যোগে উচ্চ লাফ (পোল ভল্ড), দড়ি লাফ এবং যোগাযোগ দৌড়সহ বালক-বালিকাদের ৯২টি ইভেন্টে অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা হয়। এছাড়া বালক-বালিকাদের হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, সাইক্লিং এবং একক ও দৈত্বভাবে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ সকল ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন বিশিষ্ট রেফারি ওবায়দুর রহমান। খেলা পরিচালনা করেন পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ। ধারাভাস্যকার ছিলেন সহকারী শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম।
ক্রিকেট (বালক) দল চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজকে চ্যাম্পিয়ন ও রানার আপ কাহারোল উচ্চ বিদ্যালয় এবং ক্রিকেটে (বালিকা) দল সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রানার আপ কামোর উচ্চ বিদ্যালয়।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit