প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
খাগড়াছড়ির রামগড়ে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির অভিযান

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (খাগড়াছড়ি): জেলার রামগড় পৌরসভার সোনাইপুল বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স কমিটি অভিযান।
আজ সোমবার সকাল ১০টার দিকে পৌরসভার সোনাইপুল বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা, হোটেল খাবারের মানসহ মূল্য তালিকা সহ বাজার ব্যবস্থা খতিয়ে দেখেন তারা।
এ সময় বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, দ্রব্যমূল্যের দাম বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে তারপরও কোন অসাধু ব্যবসায়ী যাতে সিন্ডিকেট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। এছাড়া পণ্য মজুদ করে পরবর্তীতে বেশি দামে বিক্রি, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি, রাস্তা- ড্রেন দখলসহ অযথাই দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে সতর্ক করা হয়েছে।
এ সময় উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও পৌরসভার সহকারীসহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit