প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৪, ১:১৭ অপরাহ্ণ
চট্টগ্রামের হয়ে বিপিএল মাতাবেন হাসনাইন-ব্রুস

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইন ও নিউজিল্যান্ডের ব্যাটার টম ব্রুস। সিলেট পর্বের জন্য খুব শীঘ্রই চট্টগ্রাম শিবিরে যোগ দিবেন হাসনাইন ও ব্রুস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
পাকিস্তানের হয়ে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী হাসনাইন। ৯টি ওয়ানডেতে ১২ উইকেট এবং ২৭টি টি-টোয়েন্টিতে ২৫ উইকেট শিকার করেছেন তিনি। ২০২২ সালের অক্টোবরে সর্বশেষ পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন হাসনাইন।
এািদকে,২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্রুস। ২টি হাফ-সেঞ্চুরিতে ২৭৯ রান করেছেন তিনি।
ঢাকা পর্বে ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে চট্টগ্রাম।
আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit