প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:২১ অপরাহ্ণ
চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ।
সম্প্রতি উপদেষ্টা চট্টগ্রাম মহানগরীতে আন্দোলনে শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সকল শহীদ পরিবারকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
এসময় তিনি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
ঈদ শুভেচ্ছা বিনিময় কালে উপদেষ্টা চট্টগ্রাম মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চান্দগাঁও এর শহীদ মো. শহিদুল ইসলাম, লালখান বাজার খুলশীর শহীদ মো. ফারুক, পাহাড়তলীর শহীদ মোহাম্মদ আলম, লালখান বাজারের শহীদ মো. ফয়সাল আহমেদ শান্ত এবং হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের ২নং ওয়ার্ডের টেন্ডল বাড়ির বাসিন্দা শহীদ ইউসুফ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশা চালক শহীদ জামাল মোল্লার বাড়িতে যান এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ সময় উপদেষ্টা ফারুক-ই-আজমের সঙ্গে ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাএবিএম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিয়াজ মোর্শেদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit