প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৩, ৪:৩৩ অপরাহ্ণ
চিরিরবন্দরে সাহিত্য মেলা উদ্বোধন

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ২ দিন ব্যাপী সাহিত্য ও বইমেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ গবেষক, কবি প্রাবন্ধিক ডঃ মাসুদুল হক, মূল প্রবন্ধ পাঠ করেন সাহিত্যিক, ওপন্যাসিক প্রবন্ধকার দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জি, প্রধান আলোচক হিসেবে দিনাজপুর জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন, কবি সাহিত্যিক মাসুদ মোস্তাফিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, থানার অফিসার অফিসার ইনচার্জ বজলুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বেলাল সরকার, কবি নির্মল সরকার ও ক্যারিশমা রায় ক্ষমাকে শিল্পকলা সম্মাননা পদক প্রদান করা হয়।
এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অফিসার্স ক্লাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও সাধারণ শিশুদের নিয়ে সঙ্গীত ও নৃত্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit