প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ১২:৫৪ অপরাহ্ণ
ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেনের ভাড়া কমলো ১১৫ টাকা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): রেলপথ মন্ত্রণালয় ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেনের ভাড়া ১১৫ টাকা কমিয়েছে।
এর আগে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত চালু হওয়া আন্তনগর ট্রেনের (নন-এসি) ভাড়া ছিল ৩৫০ টাকা। তা কমিয়ে এখন ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এই রুটে ট্রেন-ভাড়া কমল ১১৫ টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা পথে রেল চলাচল উদ্বোধন করেন। তবে নিয়মিত যাত্রী নিয়ে ট্রেন চলাচল এখনো শুরু হয়নি।
আগামীকাল বুধবার (১ নভেম্বর) থেকে যাত্রীসহ ট্রেন চলাচল শুরু হবে। শুরুতে চলবে দু’টি ট্রেন-‘সুন্দরবন এক্সপ্রেস ও ‘বেনাপোল এক্সপ্রেস’। এর মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ভাঙ্গা, রাজবাড়ী, কুষ্টিয়া ও যশোর হয়ে খুলনায় যাবে। অন্যটি একই পথ ধরে যাবে বেনাপোল পর্যন্ত। নভেম্বরের শেষ দিকে ট্রেন আরও বাড়বে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন।
রেলের মহাপরিচালক মো. কামরুল আহসান সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, যাত্রীদের সুবিধার জন্য ভাড়া কমানো হয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit