প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৯:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ণ
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশি দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষনায় চরম উত্তেজনা

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি ও আওয়ামীলীগের সুবিধাভোগী বর্তমানে বিএনপির মনোনয়ন প্রত্যাশি দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষনায় পুরো উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ১৬ মার্চ রবিবার সকালে উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে একই সময়ে দুইটি পক্ষই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। এ নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসন উভয়পক্ষের সাথে দফায় দফায় বৈঠক করে। কারণ হিসেবে জানা গেছে, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। একই সময়ে একই স্থানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী তার সমর্থকদের কার্যক্রম ঠেকানো ও হামলার প্রতিবাদে মানববন্ধনের ঘোষনা দেন।
এ ব্যাপারে জানতে চাইলে অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজের একজন সমর্থক জানান, গত ১৪ মার্চ চিরিরবন্দরে বিএনপির ব্যানারে কারেঙ্গাতলী নামক স্থানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রতিপক্ষের হামলার ফলে ইফতার মাহফিল স্থগিত হয়। এই ঘটনার প্রতিবাদে খানসামার উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে মানববন্ধনের ঘোষণা দেয়া হয়।
খানসামা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সাঈদ আহমেদ সেলিম বুলবুল জানান, রমজান মাসে হঠাৎ করে জনৈক মোস্তাফিজুর রহমান চৌধুরী নামে একজন ব্যাক্তি উপজেলা বিএনপির কাউকে কোন কিছু না জানিয়ে সুসংগঠিত বিএনপিকে দ্বিধাবিভক্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির সদস্য না হয়েও মনোনয়ন প্রত্যাশি হয়ে বিভিন্ন ইউনিয়নে ইফতার মাহফিল শুরু করেন। এরই প্রতিবাদে উপজেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক বিক্ষোভ কর্মসূচি ঘোষনা করা হয়। বিএনপির নেতাকর্মীরা আসার পূর্বেই জনৈক মোস্তাফিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিপক্ষের লোকজন উপজেলা বিএনপির দলীয় অফিসে ব্যাপক ভাংচুর চালায়। এ ঘটনায় বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদ সমাবেশও করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী জানান, বিএনপিকে বিভক্তকরণের ষড়যন্ত্রের প্রতিবাদেই তাদের বিক্ষোভ কর্মসূচি ডাকা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজমুল হক জানান, বেলা ১১ টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে উদ্ভুত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। দুপক্ষকেই সংঘাত এড়িয়ে চলার পরামর্শ প্রদান করা হয়েছে। অফিস ভাংচুরের অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit