প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ
দিনাজপুরের ফুলবাড়ীতে সাংবাদিক আজগার আলীর পিতার ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি : দৈনিক দেশ রূপান্তরের ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি আজগর আলীর বাবা রিয়াজ উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না....... রাজেউন)। মঙ্গলবার দিবাগত রাত ২টায় ফুলবাড়ী নুরপুর (পুরাতন বন্দর) এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর তিনি তিন ছেলে ও দুই মেয়ে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, সাংবাদিক আজগর আলীর বাবা ব্রেন স্ট্রোক করে অসুস্থ ছিলেন। কিছুদিন পূর্বে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ বাদ আছর গ্রামের বাড়ি নুরপুর (পুরাতন বন্দর) এলাকায় নামাজে জানাজার শেষে পারিবারিক গোরস্থানে মরহুমকে কবর দেয়া হয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit