প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৩, ৩:২৫ অপরাহ্ণ
নগদ অনুদানসহ বিরামপুর প্রেসক্লাবের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক

স্টাফ রিপোর্টার : বিরামপুর প্রেসক্লাবের ভিত্তি প্রস্তর উদ্বোধন করছেন এমপি শিবলী সাদিক। ৮ নভেম্বর বুধবার শেষ বিকেলে বিরামপুর কলেজ বাজারে এ উপলক্ষ্যে আলোচনা সভা ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি এএসএম আলমগীরের সঞ্চালনায় ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিকের সভাপতিত্বে হয়েছে। প্রধান অতিথির বক্তব্য দেন মিডিয়া বান্ধব এমপি শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার, এমপি শিবলী সাদিকের ঘনিস্ট সহযোগি আলহাজ্ব আজিজুল ইসলাম, ব্যক্তিগত সহকারী শ্রীমান সরেন, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ(ভার:)অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, উপজেলা যুবলীগ সভাপতি মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম।

বিরামপুর প্রেসক্লাবের সকলের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে ও উপস্থিত ছিলেন-উপজেলা যুবলীগ সাবেক সাধারন সম্পাদক বকুল, যুবলীগ নেতা এহসান সহ স্থানীয় সুধীবৃন্দ।
সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন আলহাজ্ব আজিজুল ইসলাম।
এমপি শিবলী সাদিক নগদ ৫০ হাজার বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিকের হাতে হস্তান্তর করেন। তিনি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রতি ব্যক্ত করেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit