প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৭:৩৩ পূর্বাহ্ণ
নাটোরে সমবায় বাজারের কার্যক্রম শুরু

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (নাটোর): ন্যায্য মূল্যে নিত্য পণ্য বিপণন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জেলায় সমবায় বাজারের কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
বাজারে প্রতি কেজি গরুর মাংস ৬৩০ টাকা দরে বিক্রি হচ্ছে । লাল মুরগীর ডিম প্রতি হালি ৪৫ টাকা এবং সাদা ৪৩ টাকা। এছাড়া মুরগী, মসলা, মধু, সবজিসহ বিভিন্ন নিত্য পণ্য বিক্রি করা হচ্ছে ।
জেলা সমবায় অফিসার মোহাম্মদ হোসেন শহীদ জানান, বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে এ বাজারে বিক্রি করছেন বলে পণ্যের মূল্য প্রচলিত বাজারের তুলনায় কম।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ন্যায্য মূল্যে ক্রেতাদের পণ্য সরবরাহের লক্ষ্যে এ বাজার চালু করা হয়েছে।
জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় সমবায় বিভাগ এ বাজার চালু করেছে। প্রতিদিন বাজার চলবে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit