প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৫, ১:২২ অপরাহ্ণ
পাইলটসহ সকল নারী কর্মীর বিশেষ ফ্লাইট পরিচালনা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ককপিট ও কেবিন ক্রুসহ সকল নারী কর্মীর মাধ্যমে আজ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি সংহতি প্রকাশ করে জাতীয় পতাকাবাহী এই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
পাঁচজন নারী কেবিন ক্রু সদস্যসহ ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভার নির্দেশনায় ঢাকা-ব্যাংকক-ঢাকা বিশেষ ফ্লাইট বিজি-৩৮৮ পরিচালিত হচ্ছে।
নারীদের সমন্বয়ে বিশেষ ফ্লাইটটি আজ সকাল ১১:২০ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit