প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (রাঙ্গামাটি): স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পাহাড়ে যত রকমের সহিংসতাসহ সমস্যার মূল কারণ হচ্ছে চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধ না করলে পাহাড়ের সমস্যা সমাধান হবে না।
আজ বৃহস্পতিবার সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন ক্যাম্প পরিদর্শন শেষে দুপুরে রাঙ্গামাটি বিজিবি সেক্টর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট দেশের বিভিন্ন থানায় যেসব অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার করতে পারলে সমস্যা অনেক কমে যাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তাসহ সীমান্তে অবৈধ অস্ত্রের চোরাচালান বন্ধে পার্বত্য এলাকায় বিজিবি’র ক্যাম্প বৃদ্ধি করা হচ্ছে।
তিনি বলেন, ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন, তারা দেশের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে।
ভারতীয় মিডিয়ার গুজবের বিরুদ্ধে সজাগ থেকে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা সু-প্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, পিলখানা অতিরিক্ত মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইয়াছির জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-মহাপরিচালক (পূর্ত) কর্নেল সোহেল আহমেদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ও জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে উন্নয়ন কার্যক্রমের বেশীরভাগই শহর কেন্দ্রীক। সরকারের উন্নয়নের কার্যক্রম পাহাড়ের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি উন্নয়নের সুফল যেন সাধারণ জনগণ ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit