প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ
পিরোজপুরে যুব কাবাডি টুর্নামেন্ট শুরু

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (পিরোজপুর): তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে পিরোজপুর জেলায় আজ থেকে শুরু হয়েছ যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ (বালক/বালিকা) টুর্নামেন্ট।
বৃহস্পতিবার সকালে টাউন ক্লাব মাঠে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সদর থানার ওসি আব্দুস সোবাহান।
এই টুর্ণামেন্টে পিরোজপুরের সাত উপজেলার মোট ১১টি দল অংশগ্রহণ করছে।
পুলিস সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের বলেন, দীর্ঘ একমাস ব্যাপী তারুন্যের উৎসব চলছে। এ উপলক্ষে আমরা যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ (বালক-/বালিকা) টুর্নামেন্টের আয়োজন করেছি। তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit