প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
পেট্রোলের আগুনে শাশুড়ীকে হত্যা; বিরামপুর থানা পুলিশের অভিযানে জামাই মেহেদুল আটক !

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরামপুরে শ্বাশুড়ি বুলি বেগমকে(৬০) পেট্রোলের আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত জামাই মেহেদুল ইসলাম আটক হয়েছে। ২৮ এপ্রিল (সোমবার) দুপুরে পল্লীর কেটরাবাজারের ধানহাটি এলাকা থেকে বিশেষ অভিযানে বিরামপুর থানা পুলিশ তাকে আটক করে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক দেশরূপান্তরকে জানান, শাশুড়ির গায়ে পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় নিহত ব্যক্তির স্বামী আফজাল হোসেন ৪ এপ্রিল বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছিলেন। আটক অভিযুক্ত জামাই মেহেদুল ইসলামকে দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠিয়েছেন। আটক মেহেদুল উপজেলা হাবিবপুর এলাকার আজিবর রহমানের ছেলে।
বিরামপুর শহরের পূর্বপাড়ায় জামাই মেহেদুলের দেয়া আগুনে দগ্ধ শ্বাশুড়ি বুলি বেগম (৬০) ঘটনার ৬দিন পর ৭ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাতে ঢাকার বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই মেহেদুল পলাতক ছিল।
মামলার এজাহার সূত্রে প্রকাশ; শহরের পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির পালক মেয়ে শিল্পী বেগমের সাথে উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ৩ সন্তান রয়েছে। জামাই মেহেদুল তার স্ত্রীর এক ভাইয়ের অটোরিক্সা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সম্প্রতি সেই অটোরিক্সা ভেঙ্গে ফেলে শ্বশুর বাড়িতে দিয়ে যায়। অটোরিক্সার মালিক রিক্সা মেরামত করে অন্য চালকের নিকট ভাড়া দিলে জামাইয়ের সাথে শ্বশুর বাড়ির লোকজনের মতবিরোধ হয়। পরের দিন বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জামাই মেহেদুল তার শ্বাশুড়িকে মোবাইল ফোনে বাড়ির বাইরে পাকা রাস্তায় ডেকে নিয়েগায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আগুনের ঘটনায় ওই নারীর সর্বাঙ্গ, অথ্যাৎ মাথা ও মুখমন্ডল ব্যতিত সর্ব শরীর ঝলসে যায।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit