প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ণ
প্রেসক্লাব পার্বতীপুর নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা

রুকুনুজ্জামান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা ও দিনাজপুর কাগজের প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মোঃ শামসুল হুদাকে সভাপতি, এবং মোহনা টেলিভিশনের প্রতিনিধি এমকে টেলিভিশনের পরিচাল মোঃ হাবিব ইফতেখার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক রুকুনুজ্জামান প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মানবকথা এবং পার্বতীপুর প্রতিনিধি আমাদের অর্থনীতি, নির্বাচিত হয়েছেন।
শনিবার ১৫মার্চ জসীমউদ্দীন রোড প্রেসক্লাব পার্বতীপুর অস্থায়ী কার্যালয়ে মাহে রমজানের ইফতারের অনুষ্ঠানে নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়।
প্রেসক্লাব পার্বতীপুর নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মুসলিমুর রহমান দৈনিক যুগান্তর, সহ সভাপতি মাহফিজুল ইসলাম (মাসুম) এম কে টেলিভিশন, সহ সভাপতি আতিকুর রহমান আতিক দৈনিক গণকণ্ঠ, যুগ্ম সাধারণসম্পাদক লিমন হায়দার এশিয়ান টিভি, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন মিলন দৈনিক প্রতিদিনের সংবাদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম (ডাক্তার) দিনাজপুরের কাগজ , কোষাধ্যক্ষ মশিউর রহমান (ডাক্তার) দিনাজপুরের কাগজ, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম পি বি এন নিউজ, প্রচার সম্পাদক খোলাফায়ে রাশেদিন রাশেদ দৈনিক স্বাধীন ভাষা, তথ্য ও গবেষনা বিষয়ক মোস্তাফিজার রহমান বাবলু মানবকথা , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম দিনাজপুর, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক দিনাজপুরের কাগজ,০১ কার্যকরী সদস্য মেসবাহুল ফেরদৌস দিনাজপুরের কাগজ ভারপ্রাপ্ত সম্পাদক, ০২ কার্যকরী সদস্য একরামুল হক বেলাল দৈনিক ভোরের ডাক, ০৩ কার্যকরী সদস্য মিজানুর রহমান মিজান দিনাজপুরের কাগজ, ০৪ কার্যকরী সদস্য আবু সাঈদ দিনাজপুরের কাগজ ০৫ কার্যকরী সদস্য মোশারফ হোসেন জাগো রংপুর, নির্বাচিত হয়েছেন।
এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit