প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৪, ২:০৭ অপরাহ্ণ
প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর ও মোশতাক মহাসচিব

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স’র দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২৪-’২৬ কার্যমেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় দৈনিক ইত্তেফাকের মো. আলমগীর হোসেন খান সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার মোশতাক আহমদ মহাসচিব নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার রাজধানীর পল্টন লেইনে পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি মো. মাকসুদুল আহসান (বাংলাদেশ সংবাদ সংস্থা), সহ-সভাপতি মো. আতাউর রহমান (দি নিউ নেশন), মো. তাজাম্মেল হক (দৈনিক ইত্তেফাক), মো. লিয়াকত আলী (দৈনিক দিনকাল), মো. ফারুক আহাম্মেদ ভূঁইয়া (বাংলাদেশ সংবাদ সংস্থা), মো. আবুল কালাম (দৈনিক ইত্তেফাক) ও মো. বেলাল উদ্দিন (বাংলাদেশ সংবাদ সংস্থা), যুগ্ম-মহাসচিব মো. আ. আজিজ (দি নিউ নেশন), মো. আ. মান্নান (দি ইনডিপেন্ডেন্ট) ও মো. রফিকুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক (বাংলাদেশ সংবাদ সংস্থা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আউয়াল (দৈনিক ইত্তেফাক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনসুর আলী (দৈনিক ইত্তেফাক) এবং কোষাধ্যক্ষ মো. মমিনুল হক চৌধুরী (বাংলাদেশ সংবাদ সংস্থা)।
ফেডারেল এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স’র দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন মোহাম্মাদ আলী খান (অপু), মিনহাজ উদ্দিন সদস্য সচিব এবং এ এইচ এম নজমুল আহছান (পিন্টু) সদস্য।
নির্বাচনী কার্যক্রম তত্ত্বাবধায়নের জন্য শ্রম অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ২ জন কর্মকর্তা মোশাররফ হোসেন (সহকারী পরিচালক) ও মো. ফিরোজুর রহমান (সহকারী পরিচালক) এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit