প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৪, ৮:০৬ পূর্বাহ্ণ
বগুড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (বগুড়া): “ সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের চত্তর থেকে এক র্যালী শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো: মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো: ¯িœগ্ধ আখতার। সভায় জেলা সিনিয়র নির্বাচন অফিসার অবগত করে যে, ২ মার্চ নতুন ভোটারদের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে ।২ মার্চ সারা দিন ব্যাপী নির্বাচন অফিসে ভোটার কার্যক্রম চলবে। এবার বগুড়ায় নতুন চুড়ান্ত ভোটার তালিকায় সংযুক্ত হয়েছেন ৪৪ হাজার ৬৩৯ জন। জেলায় আগের ভোটার ছিল ২৮ লাখ ৩০হাজার ৬০৪ জন ভোটার । জেলায় এখন মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৭৫ হাজার ২৪৩ জন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু সাঈদ প্রমুখ।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit