প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ
বিওয়াইএফসির স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোটার : আইন নয় সচেতনতাই পারে মাদকমুক্ত সমাজগড়তে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কনসাস (বিওয়াইএফসি) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বুধবার ৩০ অক্টোবর দুপুরে হাবিবপুর উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক, বিওয়াইএফসির আঞ্চলিক কার্যালয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অশিত চৌকিদার, সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর হেমন্ত বিশ্বাস প্রমূখ। বিতর্ক প্রতিযোগিতায় বিষয় ছিলো আইন নয় সচেতনতাই পারে মাদকমুক্ত সমাজগড়তে এতে অংশগ্রহণ করেন গঙ্গাপুর উচ্চ বিদ্যালয় বিওয়াই হাইক্লাব ও হাবিবপুর উচ্চ বিদ্যালয় বিওয়াই হাইক্লাব । বিতর্ক প্রতিযোগিতায় যুক্তিতর্ক খণ্ডে হাবিবপুর উচ্চ বিদ্যালয় বিওয়াই হাইক্লাব জয় লাভ করে। এ সময় উভয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit