প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ
বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম জাকির, স্টাফ রিপোটার : দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর বিশেষ ক্যাম্প কমান্ডার আকতার হোসেন, রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে হাবিবুর রহমান, এনতাজ উদ্দিন কামাল ও চেঙ্গিস খান, আনসার ভিডিপি কমান্ডার রইস উদ্দিন প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানদ্বয় মেজবাউল ইসলাম মন্ডল ও উম্মে কুলসুম বানু , বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভা শেষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে একই স্থানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit