প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
বিরামপুরে ট্রাক চাপায় মেধাবী এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত-১

স্টাফ রিপোর্টার : বিরামপুরে ৩মার্চ (সোমবার) বিকেলে ট্রাক চাপায় সিএনজির যাত্রী ছায়েম ইসলাম নামে এসএসসি পরীক্ষার্থী নিহত ও সিএনজি চালক গুরুত্বর আহত হয়েছে।
বিরামপুর আদর্শ স্কুলের ১স্থান অধিকারী এসএসসি পরীক্ষার্থী সোমবার স্কুলে কোচিং শেষে সিএনজি অটোরিক্সা যোগে নিজ বাড়ি চড়ারহাটে ফিরছিল। বিরামপুরের ঘোড়াঘাট রেলগুমটি এলাকায় দ্রæতগামী একটি ট্রাক পেছন থেকে ঐ সিএনজিকে চাপা দেয়। এতে গুরুত্বর আহত ছায়েম ও চালক নুরে আলমকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাহাজুল ইসলাম ছায়েমকে মৃত: ঘোষণা করেন এবং গুরুত্বর আহত সিএনজি চালক নুরে আলমকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে এবং সড়ক আইনে মামলা হয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit