প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৭:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
বিরামপুরে ভয়াবহ আগুনে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাইবিরামপুরে ভয়াবহ আগুনে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
![]()
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভয়াবহ অগ্নিকাÐে একটি সনাতন পরিবারের নগদ টাকা, সোনা সহ বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়েছে। তবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্ঠার বাড়ি সংলগ্ন মার্কেট ও ব্যাংক ভবন রক্ষা পেয়েছে। আগুন নিভাতে গিয়ে এক ফায়ার ফাইটার আহত হয়েছে।
জানা গেছে, মহাসড়ক সংলগ্ন ঢাকা মোড়ে রতন সাহার বাড়ি ও বাড়ির সামনে মার্কেট রয়েছে। শনিবার দুপুরে পরিবারের লোকজন দোকানে কর্মরত থাকা অবস্থায় বাড়িতে আগুন জ্বলে ওঠে। কোন কিছু বুঝে উঠার আগেই টিনসেড বাড়ি ভয়াবহ আগুনে পুড়তে থাকে। তাৎক্ষণিক ভাবে বিরামপুর ফায়ার সার্ভিসের ইউনিট এবং পরবর্তীতে নবাবগঞ্জ ও ফুলবাড়ি থেকে মোট তিনটি ইউনিট এসে আগুন ছড়ানো নিয়ন্ত্রণ করে। এতে বাড়ির ৪টি ঘর ও মার্কেটের দু’টি দোকান ঘরের সব কিছু পুড়ে গেলেও সংলগ্ন মার্কেট ও ইসলামী ব্যাংক ভবন রক্ষা পেয়েছে।
বাড়ির মালিক রতন সাহা বলেন, মেয়ের বিয়ের জন্য গচ্ছিত রাখা ১০ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণ ও বসত বাড়ির সর্বস্ব পুড়ে ভষ্ম হয়েছে।
বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল আজিজ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। এতে ৩০ লাখ টাকার ক্ষতি ও ৯০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুন নিভাতে গিয়ে ফায়ার ফাইটার সজল হোসেন গুরুত্বর আহত হয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে মহাসড়কে যান চলাচল নির্বিঘœ ও আগুন নিয়ন্ত্রনে সহায়তা করা হয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit