প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ১২:২০ অপরাহ্ণ
বিরামপুরে ভূমি সেবা সপ্তাহ/২৪ এর উদ্বোধন হয়েছে

স্টাফ রিপোর্টার: "র্স্মাট ভূমি, র্স্মাট নাগরিক" এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে ভূমি সেবা সপ্তাহ/২৪ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী এই সেবা অনুষ্ঠানে সভাপতত্বি করেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
একাডেমিক সুপারভাইজার আ: সালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবীর। অন্যান্যদরে মধ্যে বক্তব্য রাখনে সহকারি কমিশনার ভূমি (সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) মুরাদ হোসেন, বিরামপুর থানার অফিসার ইনর্চাজ সুব্রত কুমার সরকার, পৌর মেয়র(ভার:) আবুল কালাম বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক হাফিজ উদ্দীন সরকার, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়রের প্রধান শিক্ষক আরমান আলী, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ ।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit