প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ণ
বিরামপুরে রমজানের পবিত্রতা রক্ষায় ২টি ইসলামী সংগঠনের যৌথ র্যালী

স্টাফ রিপোর্টার: ২৪ মার্চ (শুক্রবার) বিকেলে মাহে রমজানের প্রথম দিনে বিরামপুরে রমজানের পবিত্রতা রক্ষায় শহরে র্যালী করেছে দুটি ইসলামী সংগঠন। আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীস যুব সংঘ দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা কমিটির যৌথ আয়োজনে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালীতে কুরআন ও সহীহ হাদীসের আলোকে জীবন গড়ার আহবান জানানো হয়। তারা দাবী জানান- সকল বিধান বাতিল কর, অ-হির বিধান কায়েম কন। এছাড়াও তারা ৩ দফা বাস্তবায়নে দৃষ্টি আকর্ষন করেন ১. রমাযানের পবিত্রতা রক্ষা করুন্ যাবতীয় অনৈতিকা হতে বিরত থাকুন। ২. ব্যবসায়ে প্রতারনা এবং মাপ ও ওজনে কম দেয়া থেকে বিরত থাকুন। ৩. অন্য মাসের তুলনায় এ মাসে কম লাভ করুন।
র্যালীতে আহলেহাদীস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীস যুব সংঘ দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা কমিটির শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit