প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ১:০৬ অপরাহ্ণ
বিরামপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার : বিরামপুর উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতবিনিময় সভা করেছেন।
৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় উপজেলার আদর্শ হাইস্কুল হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখা আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা দেশের বিগত আওয়ামীলীগ সরকারি দলের নেতা-কর্মি ও তাঁদের দলীয় নির্দেশিত প্রশাসনের দুঃশাসন, নিপিড়ন ও নির্যাতনের শিকার হয়ে অনেক নির্দোষ-লড়াকু সৈনিক, পথিতদশা, ত্যাগী, জ্ঞানি ও গুণী ১১ জন ব্যক্তিদের ফাঁসিতে হত্যা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রতি অত্যাচার ও জুলুম চালিয়েছিলেন এর ঘৃণা ও প্রতিবাদ জানান। চলতি রাজনৈতিক প্রেক্ষাপটে মিডিয়ার সহায়তা কামনা করেন নেতৃবৃন্দ।
জামায়াতের উপজেলা সেক্রেটারী আবু হানিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য করেন, জামায়াতের কেন্দ্রীয় মসলিশে শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মসলিশে শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর মুহাম্মদ এনামুল হক, পৌর আমির মাওলানা সাখাওয়াত হোসেন, পৌর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ।
এ সময় বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি ডা. নূরল হক, সাংবাদিক মাহমুদুল হক, নূর আলম , আকরাম হোসেন,হাফিজ উদ্দিন সরকার, আমিরুল ইসলাম ও শাহ আলম গনমাধ্যমকর্মীদের পক্ষ থেকে কথা বলেন।
প্রধান অতিথি মোঃ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের দূর্নীতির বিরুদ্ধে লিখে সাহসিকতার পরিচয় দানের আহবান জানান। সেই সাথে তিনি আসন্ন শারদীয় দূর্গাউৎসবে সনাতন ধর্মীয় ভাব-গাম্ভীর্য রক্ষায় সুষ্ঠুভাবে পালনের সহায়তা করার ঘোষনা পূর্নব্যক্ত করেন।
প্রসঙ্গত, ৫ আগস্ট সারাদেশে যখন সনাতন ধর্মীয় নাগরিকগন যখন আতংকিত ছিলেন, তাৎক্ষনিক জামায়াতের কেন্দ্রীয় মসলিশে শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে ও নির্দেশনা জামায়াতের নেতা-কর্মীগন মন্দিরসহ সনাতন ধর্মীয় জনগনের নিরাপত্তায় সর্তক পাহারার উদ্যোগ নিয়েছিলেন। যার ফলে বিরামপুরে কোন অঘটন হয়নি।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit