প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৫, ২:১০ অপরাহ্ণ
বিরামপুরে ৭ বছরের কণ্যা শিশুদ্বয়কে ধর্ষন চেষ্টার দায়ে ৫৪ বছর বয়সী লম্পট আটক : ভিকটিকদ্বয় চিকিৎসাধীন : লম্পটের বিচার দাবী

স্টাফ রিপোর্টার : বিরামপুরে ৭ বছরের ২ কণ্যা শিশুকে ধর্ষন চেষ্টার দায়ে ৫৪ বছর বয়সী লম্পট মমিনুর ইসলামকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। লম্পট মমিনুর বিরামপুর থানার দিওড় গ্রামের মৃত আইয়ুব আলী মন্ডলের ছেলে। যৌন হয়রানীর শিকার কন্যা শিশু ২টি দিনাজপুর মেডিকেল চিকিৎসাধীন আছে। এলাকাবাসী লম্পট মমিনুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত মো:আতাউর রহমান জানান, পুলিশ অভিযান পরিচালনা করে ১২ মার্চ বুধবার রাত্রি সোয়া ১২ টায় আসামী মমিনুর ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন এর ৯(১) ধারায় মামলা হয়েছে, মামলা নংNew১১,তারিখ ১২/৩/২০২৫। আসামী মমিনুরকে দিনাজপুর পুলিশ কোর্টে সোর্পদ করেছেন।
ঘটনার বিবরন : লম্পট মমিনুল ইসলাম প্রতিবেশী ৭ বছরের কন্যা শিশু দুটিকে ১১ মার্চ (মঙ্গলবার) সন্ধায় টিভি দেখার প্রলোভনে হাত ধরে ডেকে তার বসত বাড়ীর রুমের ভিতর নিয়ে যায় এবং ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়। যৌন নিপিড়নের শিকার কন্যা শিশুদ্বয়ের পড়নে পায়জামা খুলে জোর পূর্বক ধর্ষন করার চেষ্টা করিলে ভিকটিমদ্বয় ভয়ে চিৎকার করতে থাকে। এমতবস্থায় লম্পট মমিনুল কন্যাশিশুদ্বয়কে এই বিষয়ে কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকী দেয়।
ভিকটিমদ্বয় তাদের মায়েদের কাছে এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। বিষয়টি জানাজানি লম্পট সটকে পরে। গভীর রাতে ওসি তদন্ত মো: আতাউর রহমানের নেতৃত্বে পুলিশী অভিযানে লম্পট মমিনুর আটক হয়। যৌন নির্যাতনের শিকার ৭ বছর বয়সী কন্যা শিশু ২টি দিনাজপুর মেডিকেল চিকিৎসাধীন রয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit