প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ণ
বিরামপুর আদর্শ স্কুল ইসলামিক কিন্ডার গার্ডেনের অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোটার : বিরামপুর আদর্শ স্কুল ইসলামিক কিন্ডার গার্ডেনের উদ্যোগে ১৪ নভেম্বর, বৃহস্পতিবার, সকাল ৯ টায়, হলরুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি সাজেদুর রহমান মোহনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল মারুফ ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। অন্যান্যের আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন আল মারুফ ট্রাস্টের সেক্রেটারি ও আদর্শ হাইস্কুলের সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, মোকছেদ আলী চৌধুরী, কিন্ডার গার্ডেনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান, অভিভাবকগণের মধ্যে যথাক্রমে রানা, মশফিকুর রহমান, ফরিদা বেগম, লায়লা আজিজা ও রাব্বী প্রমূখ
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit