প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৪:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২২, ১:০০ অপরাহ্ণ
বিরামপুর থানা পুলিশকে এমপি শিবলী সাদিকের পিকআপ হস্তান্তর

স্টাফ রিপোর্টার : বিরামপুর থানা পুলিশকে ত্বরানিত করার লক্ষ্যে দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক পিকআপ ভ্যান হস্তান্তর করেছেন। ২১ অক্টোবর শুক্রবার বিকেলে বিরামপুর থানা চত্বরে বিরামপুর সার্কেলের সিনিয়র এ.এস.পি একেএম ওহিদুন্নবী এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিবলী সাদিক এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম ও আসলাম উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ(ভার:) অদ্বৈত্য কুমার অপু । বিরামপুর থানার সেকেন্ড অফিসার এরশাদ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ওসি সুমন কুমার মহন্ত।

প্রধান অতিথি এমপি শিবলী সাদিক বলেন, দিনাজপুর ৬ আসনের ৪ থানার কেন্দ্রবিন্দু হওয়ায় ও বিস্তৃত মহাসড়ক এবং বিরামপুর থানার সার্বিক নিরাপত্তা সহ পুলিশী সেবা দ্রুত পৌছানোর জন্য যানবাহন একটি গুরুত্বপূর্ন বিষয়। অত্র থানায় সরকারী গাড়ী মাত্র একটি থাকায় যানবাহনের অপ্রতুলতার কারনে নানা ধরনের অপরাধ সংঘটিত হওয়া সত্বেও পুলিশের যথা সময়ে ঘটনাস্থলে পৌছানো সম্ভব হত না। এই সংকট সমাধানে নিজ তহবিল থেকে পিকআপ ভ্যানের ব্যবস্থা করে দেই।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit