প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৬:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ২:৩৪ অপরাহ্ণ
বিরামপুর রেলস্টেশনে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ভ্রাম্যমাণ রেল জাদুঘর পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউএনও, ওসি

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরামপুর রেল স্টেশন। দুই নম্বর প্লাটফর্মে দাঁড়ানো একটি রেলের বগি। বগিটির বাহিরে বর্ণিলভাবে আঁকা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর চিত্র দিয়ে। খবর পেয়ে পরিদর্শনে আসেন বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ইউএনও পরিমল কুমার সরকার, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মেজবাউল ইসলাম ও উম্মে কুলসুম বানু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক ও গনমাধ্যম কর্মীবৃন্দ।
বগির ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে থরে থরে সাজানো বঙ্গবন্ধুর ব্যবহৃত চশমা, দলীয় প্রতীক নৌকা, মুজিব কোট, মুজিব শতবর্ষের লোগো এবং বঙ্গবন্ধুর লেখা বই, মুজিবনগর স্মৃতিস্তম্ভ কেন্দ্রীয় শহীদ মিনার, পাকিস্তানিদের আত্মসমর্পণ, জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু সমাধি সৌধ প্রভৃতি। দেখা মিললো বঙ্গবন্ধুর জীবন নিয়ে ভ্রাম্যমাণ রেল জাদুঘরে।
ইতিহাস জানুন ও দেখুন বাংলাদেশের জন্ম বৃত্তান্ত এবং জাতির পিতার শৈশব-কৈশোর ও কর্মময় জীবনের ধারাবাহিক ১২টি পর্ব নিয়ে রেলওয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় সাজানো হয়েছে এ জাদুঘর।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে জানতে রেলপথ মন্ত্রণালয় এটি নির্মাণ করেছে। বিভিন্ন স্টেশনে ভ্রাম্যমাণ এই রেল জাদুঘর দাঁড়িয়ে এলাকার লোকজন এবং রেল যাত্রিদের বঙ্গবন্ধুর জীবন কাহিনীসহ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সর্ম্পকে জানতে সুযোগ করে দিচ্ছে। তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাদের সন্তানদের (শিক্ষাথীদের)জ্ঞানাজর্নে বিরামপুর রেল স্টেশনে স্বল্প সময়ের জন্য অবস্থানরত ভ্রাম্যমাণ এই রেল জাদুঘরটি পরিদর্শনে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের পাশাপাশি বিরামপুর থানা পুলিশ সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।
উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানতে ভ্রাম্যমাণ এই রেল জাদুঘরটি পরিদর্শনে বিরামপুরবাসীকে অনুরোধ করেন।
ভ্রাম্যমাণ জাদুঘরটি বিরামপুর রেলস্টেশনে বৃহস্পতিবার ২৩ ফেব্রæয়ারী দুপরে আসে । এক সপ্তাহ বিরামপুর স্টেশনে থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত স্টেশনে দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে বলে রেল সূত্র জানিয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit