প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৬:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দিনাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ (এসএফ-বি) এর সহযোগিতায় দিনাজপুর ডায়াবেটিক সমিতি এবং নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেম নাইস প্রকল্পের যৌথ উদ্যোগে ইএসডিও এর মাধ্যমে ১০০ রোগীর মাঝে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে চারটি বিশেষ বুথ স্থাপন করা হয়। যেখানে আগত সাধারণ মানুষদের বিনামূল্যে রক্তচাপ ওজন, উচ্চতা ও রক্তে সুগার লেভেল পরীক্ষা করা হয়। এতে সাতজন অভিজ্ঞ চিকিৎসক অত্যন্ত যতœ সহকারে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৮টায় দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে স্বাস্থ্য সুস্থ রাখার জন্য পুষ্টি বিষয় নিয়ে বিভিন্ন বয়স ও পেশার মানুষ স্বতঃস্পূর্তভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে এই ক্যাম্পেইনের আলোচনা সভাতে পুষ্টিবিদরা বক্তব্যে বলেন, এই ধরনের ক্যাম্পেইনের ফলে অনেকে নিজেদের স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে ধারনা এবং প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যঝুকিঁ চিহ্নিত করার সুযোগ লাভ করবে। সুষম ও নিরাপদ খাদ্য গ্রহণ, পরিমিত শারীরিক পরিশ্রম এবং অসংক্রামক রোগ যেমন ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ইত্যাদি প্রতিরোধে সচেতন মূলক অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
এই ক্যাম্পেইনের আলোচনায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ শফিকুল হক ছুটু, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিশ^ স্বাস্থ্য সংস্থার জেলার এসআইএমও ডাঃ মোঃ আল-আমিন, সাফ বাংলাদেশ ফিল্ড কোঅর্ডিনেটর বদরুল আলম, ইএসডিও‘র জেলার সিনিয়র এপিসি ও ফোকাল পার্সন শাহ মোঃ আমিনুল হক, ডায়াবেটিক এসোসিয়েশনের প্রিন্সিপাল নিউট্রিশন অফিসার মোঃ হাবিবুর রহমানসহ প্রমুখ।
এই আলোচনা সভাতে সাবেক জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মকসেদ আলী মঙ্গোলিয়া, সাফ বাংলাদেশ প্রজেক্ট অফিসার মোঃ রিফাত হাসানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সঞ্চালকের দায়িত্ব রেখে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএসডিও নাইস প্রজেক্টের কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটার্জী।
এই কর্মশালাতে অন্যতম আকর্ষণ ছিল একটি সাজানো মোবাইল ভেজিটেবিল ভ্যান যা এনসিডি সচেতনমূলক বার্তা বহন করেছিল। অংশগ্রহণকারীরা যাতে সহজে নিরাপদ শাক-সবজি কিনতে পারেন সেজন্য ভ্যানে ফারমার্স হাব থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের শাকসবজি সুলভ মূল্যে বিক্রয়ের জন্য ব্যবস্থা করা হয়।
এই ক্যাম্পেইনের আয়োজকরা বলছেন, এই উদ্যোগ নগরবাসীর মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বেছে নেওয়ার আগ্রহ বৃদ্ধি করবে এবং স্বাস্থ্যবান খাদ্য দ্রব্যের সহজ প্রাপ্তি নিশ্চিত করবে। ভবিষ্যতে শহরের বিভিন্ন ওয়ার্ডে এমন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে করে আরো বেশি মানুষ এই সচেতনতা কার্যক্রমের আওতায় আসতে পারে। এই যৌথ উদ্যোগের মাধ্যমে নগরবাসীর মাঝে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টিকর খাদ্যের গুরুত্ব ও সংক্রামক রোগ প্রতিরোধে সঠিক অভ্যাস গড়ে তোলার একটি শক্তিশালী বার্তা দেওয়া সম্ভব হয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit