প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৪, ১:৫৯ অপরাহ্ণ
ব্যারিস্টার সুমনের উদ্যোগে মাধবপুরে খালের আবর্জনা পরিষ্কার

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (হবিগঞ্জ): হবিগঞ্জ-৪ (মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে মাধবপুর উপজেলা পরিষদের সামনে খালের দুষিত ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে।
শনিবার সকাল থেকে একদল স্বেচ্ছাসেবী নিয়ে তিনি খালের ময়লা আর্বজনা পরিস্কার করেন। উপজেলা পরিষদের সামনে থেকে এ খালটি সোনাই নদীতে সংযুক্ত ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে খাল ভরাট করে দখল করে ফেলায় খালটি ময়লা আর্বজনায় দুষিত হয়ে পড়ে। এতে খালের পাশ দিয়ে চলাফেরা কষ্টকর হয়ে পড়েছিল ছিল।
স্বেচ্ছাসেবী সংগঠন মাধবপুর ক্লীনের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন। এর আগে খোয়াই নদী পরিস্কারের কাজ শুরু করেছিলেন সংসদ সদস্য সুমন। যা এখনও চলমান রয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit