প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ণ
ভোলার দৌলতখানে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ভোলা): জেলার দৌলতখান উপজেলায় আজ খালের পানিতে ডুবে জিহাদ (৩) ও কনিকা (৩) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১ টার দিকে উপজেলার মেদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর নিয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জিহাদ ওই এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে ও কনিকা গিয়াসউদ্দিনের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই- বোন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইউপি সদস্য মাকসুদুর রহমান জানান, সকালে খেলার সময় বাড়ির পাশের খালে ডুবে যায় দুই শিশু। পরে অনেক খোঁজ করার পরে স্থানীয়রা তাদের পানিতে ভেসে উঠতে দেখে। দুই শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit