প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
রাতভর নিজ বাড়িতে খেলছিলেন জুয়া : বিরামপুর থানা পুলিশের অভিয়ানে আটক-৮

মোঃ ইব্রাহীম মিঞা, বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে গভীর রাত পর্যন্ত নিজ বাড়িতে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়াড়িকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন- বিরামপুর পৌরশহরের ৬ নং ওয়ার্ড এর অর্ন্তগত মাহমুদপুর শান্তিমোড় এলাকার মৃত হামিদের ছেলে লিটন (৪০),আমিনুরের ছেলে জাকির হোসেন (৩০), দেলোয়ারের ছেলে তবারক হোসেন (৩৩) ও মৃত আঃ মজিদ মন্ডলের ছেলে আশরাফুল (৩২) এছাড়াও পৌরশহরের মাহমুদপুর বালু পাড়া এলাকার আব্দুল আজিজ এর ছেলে জাহিদুল (২৪), মৃত আঃ সামাদের ছেলে ফারুক হোসেন (৪২),জোয়াল কামরা এলাকার শামসুলের ছেলে রাজু আহমেদ(২৪) সহ পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকবসন্ত নলকুড়া এলাকার মজনুর ছেলে মিজানুর রহমানকে(৪৬) আটক করেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২ ঘটিকায় বিরামপুর পৌরশহরের ০৬ নং ওয়ার্ড এর অর্ন্তগত মাহমুদপুর শান্তিমোড় এলাকায় লিটনের বসত বাড়ী থেকে তাদের আটক করা হয়।এসময় তারা শয়ন ঘরের মেঝেতে প্লাস্টিকের বস্তায় বসে তাস ও টাকা দ্বারা জুয়া খেলছিল।
বিরামপুর থানার এসআই এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,রাত্রী ০১.৪৫ ঘটিকায় পৌরসভার ০৬ নং ওয়ার্ডের মাহমুদপুর শান্তির মোড় এলাকায় লিটন এর বসত বাড়ীতে কতিপয় ব্যক্তি তাস ও টাকার বিনিময়ে জুয়া খেলছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ সেট DON ALPHA CARDS ভাস(৫২) পিস তাস, জুয়ার আসর (বোর্ড) হইতে ৫ হাজার (পাঁচ হাজার) টাকা উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৩/৪ ধারায় একটি মামলা হয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit