প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৩, ১:৫২ অপরাহ্ণ
সংস্কৃতি প্রতিমন্ত্রীর সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ময়মনসিংহ): সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইআরআইডিপি-৩) আওতায় বেশ কয়েকটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
শনিবার সকালে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ময়মনসিংহ কর্তৃক আইআরআইডিপি-৩ আওতায় বাস্তবায়িত একগুচ্ছ উন্নয়ন কাজের অংশ হিসেবে চেচুয়া বাজার হতে দুল্লা এবং তরুণখালী হতে ছালরা সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে শুক্রবার প্রতিমন্ত্রী একই অধিদপ্তরের আওতায় বেচুখালী আরএন্ডএইচ-হোতরপাড়া সড়ক উন্নয়ন কাজ, জামালপুর আরএন্ডএইচ-রঘুনাথপুর বাজার ভায়া বিনোদবাড়ী মানকোন বাজার রোড উন্নয়ন ও কালিবাড়ী বাজার(বানিয়াবাড়ী)- মুক্তাগাছা দেবগ্রাম সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসব উন্নয়ন কাজের উদ্বোধনকালে মুক্তাগাছা পৌরসভার মেয়র মো. বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আরব আলী, ঘোগা ইউপি চেয়ারম্যান শরীফ আহমেদ, আওয়ামীলীগ নেতা অধ্যাপক সেলিম সরকার, অধ্যাপক তাপস কুমার সাহাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit