প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৪, ৩:০৩ অপরাহ্ণ
সাবেক এমপি শিবলী সাদিক সহ ১১৩ জনের নামে বিরামপুর থানায় হত্যা মামলা দায়ের; অজ্ঞাত ২৫০/৩০০ জন

স্টাফ রিপোটার : বিরামপুর থানায় সাবেক এমপি শিবলী সাদিক সহ ১১৩ জনের নামে ও ২৫০/৩০০জন অজ্ঞাত উল্লেখ করে হত্যা মামলা দায়ের হয়েছে,। ২৫ অক্টোবর ( শুক্রবার) মামলাটি দায়ের করেন নিহত রশিদুলের আত্নীয় বিপ্লব আলম বিলু । সে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের মৃত সাহের উদ্দিন সরকারের পুত্র। ২০২২ সালের ৫ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টায় ঘটনাটি ঘটেছে বলে এজাহারে উল্লেখ রয়েছে। মামলায় সাবেক এমপি শিবলী সাদিক ও কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলীকে হুকুমের আসামী করা হয়েছে।
২৫ অক্টোবর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক মামলাটি রজু করেন, মামলা নং ৮। এস.আই মো: শরিফুল ইসলামকে মামলার তদন্তভার দিয়েছেন বলে শুক্রবার রাতে তিনি গনমাধ্যমকে নিশ্চিত করেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit