প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২২, ৪:১৫ পূর্বাহ্ণ
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরামপুরকে রিপ্রেজেন্ট করছে ফাহিম সরকার।

স্টাফ রিপোর্টারঃ বিরামপুর শহরকে নিয়ে বিভিন্ন ধরনের কনটেন্ট উপহার দিয়েছে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও আপনারা সকলেই দেখেছেন। করোনার লকডাউনে যখন সকলের ঘরে বন্দী সে সময় সে ঘরে বসে বসে চিন্তা করে কি করবে। তুহিন ফিল্মস একটি ইউটিউব চ্যানেলে তার লেখা গল্পে বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম তৈরি করতে থাকে । বিরামপুরবাসী তাকে প্রথম থেকে উৎসাহিত এবং সাপোর্ট দিয়ে গেছে। বর্তমানে সে তার নিজস্ব Cloud TV BD ইউটিউব চ্যানেল এবং facebook পেইজে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এবং আমাদেরকে বিভিন্ন ধরনের কনটেন্ট উপহার দিয়েছেন।
এ ব্যাপারে ফাহিম সরকারের সঙ্গে কথা বলে জানা যায় প্রথম অবস্থায় পরিবারের সকলের সাপোর্ট না করলেও এখন পরিবার আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর সকলেই সাপোর্ট করে। তার ইচ্ছা বিরামপুর শহরকে সকলের সামনে তুলে ধরা। এবং আপনাদের সকলের কাছে দোয়াপ্রার্থী ।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit