প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে কাল জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): ঘরের মাটিতে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারীদের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচটি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সরাসরি সম্প্রচার করবে।
সিলেটে প্রথম টেস্ট ৩ উইকেটে হারের কারণে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে দুর্বল হিসেবে বিবেচিত জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত রয়েছে টাইগার ব্যাটারদের।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাকে কাজে লাগিয়ে ২০২১ সালের পর টেস্টে প্রথম জয়ের দেখা পায় জিম্বাবুয়ে। এছাড়াও ২০১৮ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ নেয় তারা।
সিরিজের প্রথম টেস্ট জিতে বড় ফরম্যাটে মুখোমুখি লড়াইয়ে জয়ের দিক দিয়ে বাংলাদেশের সমান এখন জিম্বাবুয়ে। এখন পর্যন্ত ১৯ ম্যাচে একে অপরের বিপক্ষে খেলে সমান আটটি করে ম্যাচ জিতেছে দু’দল।
কিন্তু জয়ের সংখ্যা, পরিসংখ্যান বা অন্য কিছু এই মুহূর্তে বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ নয়। সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের সামনে।
জিম্বাবুয়েকে ১৭৪ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে দারুণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। জয়ের বন্দরে পা রাখার আগে ৭ উইকেট হারাতে হয় জিম্বাবুকে। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচের প্রতিটিতে হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে রেকর্ড গড়েন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি।
তিনি বলেন, ‘প্রথম টেস্টে পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পারিনি। আমার মনে হয়, আমাদের সবকিছু ঠিকঠাকভাবে করা দরকার। আমরা এ নিয়ে আলোচনা করেছি। অবশ্যই, ব্যাটিংয়ে মনোযোগ আমাদের মূল লক্ষ্য। আমরা অনেক দিন ধরে ব্যাটিংয়ে ধুঁকছি।’
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২০০ রানের নিচে অলআউট হয় বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ৮২ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ২৫৫ রানে অলআউট হয় টাইগাররা। জয়ের জন্য ১৭৪ রানের টার্গেট পায় সফরকারী জিম্বাবুয়ে। ৩ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্য স্পর্শ করে ২০২১ সালের পর টেস্ট ফরম্যাটে প্রথম এবং ২০১৮ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে।
২০২৩ সালের পর ঘরের মাঠে কোন টেস্ট জিততে পারেনি বাংলাদেশ। জাকের বলেন, ‘ব্যাটিংয়ের কারণেই আমরা প্রথম টেস্ট হেরেছি। কীভাবে শট নির্বাচনে আরও উন্নতি করা যায়-এসব বিষয়ে আমরা আলোচনা করেছি। বোলাররা সবসময় টেস্ট জেতাতে পারে না। আমরা চাই আমাদের সকল ব্যাটার পরের ম্যাচে তাদের সেরাটা উজার করে দিবে।’
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে দু’টি পরিবর্তন হতে পারে। একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেতে পারেন তিন বছর পর টেস্ট দলে ফেরার এনামুল হক বিজয়।
চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার জন্য ইতোমধ্যে দেশ ছেড়েছেন পেসার নাহিদ রানা। তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন পেসার তানজিম হাসান সাকিব।
প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে তারা। তবে কাজটি সহজ হবে না বলে মনে করেন জিম্বাবুয়ের ওপেনার বেন কারান। তার মতে, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
তিনি বলেন, ‘আমরা জানি, সিরিজে শেষ ম্যাচে জ্বলে উঠবে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে নিজেদের সেরাটা দিবে টাইগাররা। তাই কাজটি সহজ হবে না। আমাদের প্রতিটি মুহূর্তের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আশা করি আগের ম্যাচের মত আমরা সেরা পারফরমেন্স দেখাতে পারব।’
কারান জানান, জয়ের পর দলের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস বিরাজ করছে। তিনি বলেন, ‘ছেলেরা আত্মবিশ্বাসী। আমরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে চাই। এখানকার (চট্টগ্রাম) পরিস্থিতি সিলেট থেকে ভিন্ন হবে।’
বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভির ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
জিম্বাবুয়ে দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, সিন উইলিয়ামস।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit