প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ
সীতাকুন্ডে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুন্ডে ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ইউসুফ (৩২), সে কুমিল্লা চৌদ্দগ্রাম জিনিতকরা এলাকার মৃত নরু মিয়ার ছেলে ও মো. মুসা (৩৮), সে সীতাকুণ্ডের দক্ষিণ ছলিমপুর এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে।
র্যাব আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল ১১ জানুয়ারি (শনিবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাটস্থ পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালায়।
এ সময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারের তল্লাশি চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশী চালিয়ে গাড়িটির পিছনে বিশেষ কৌশলে রাখা ৩টি প্লাষ্টিকের বস্তায় ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা পায়।
এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪লক্ষ ৫০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীদের সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit