প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ
সুদীপ্তর লিভার ট্রান্সপ্লান্টে সাহায্যের আবেদন পিতা ও ওর্ল্ড স্কাউটস সমরের

স্টাফ রিপোর্টার : বিরামপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও ওর্ল্ড স্কাউটস সমর কুমার কুন্ডুর একমাত্র পুত্র সুদীপ্ত (২৮) মারাত্মক লিভারের সমস্যায় ভুগছে দীর্ঘদিন যাবত। রোগী শৈশবে কনজেনিটাল বিলিয়ারি অ্যাট্রেসিয়ায় আক্রান্ত হন, যা একটি বিরল এবং গুরুতর লিভারের সমস্যা। এ পযর্ন্ত চিকিৎসা ব্যয় মেটাতে পরিবার প্রায় নি:স্ব। সুদীপ্তর সম্পূর্ণ লিভার নষ্ট হয়ে গেছে এবং তাঁর জীবন বাঁচানোর একমাত্র উপায় হলো লিভার ট্রান্সপ্লান্ট। এই চিকিৎসা এবং সংশ্লিষ্ট খরচের জন্য প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। যা খরচ মেটানো পরিবারের সাধ্যের বাহিরে।
রোগীটির কাকা জয় সরকার বলেন, পরিবার ছোট বেলা থেকে সুদীপ্তর চিকিৎসার জন্য অর্থ ব্যয় করতে করতে নি:স্ব প্রায়। অথচ রোগটির বাবা সমর কুন্ডু ও দাদু শম্ভু কন্ডু ছিলেন সনাতন ধর্মীয় নামকরা ধনিক শ্রেণীর ব্যবসায়ী। নিরুপয়ায় পরিবাররের পাশে আতœীয়-স্বজন, স্থানীয় বন্ধু-বান্ধব সহযোগিতা করছেন। কিন্তু প্রয়োজনের তুলনায় সীমিত। বিয়ষটি গনমাধ্যমে প্রকাশ হলে দানবীরগন এগিয়ে এলে সৃষ্টিকতৃার কৃপায় হয়ত সুদীপ্ত প্রানে বেচে যাবে।
বিরামপুরে সনাতন ধর্মীয় নামকরা ব্যবসায়ী শম্ভু কন্ডু ছিলেন বেসরকারী পর্যায়ে এলাকার সকল উন্নয়নমূলক কাজের অংশিদার। তিনি শিক্ষা,ক্রিড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের সহায়ক ছিলেন। তারই নাতি সুদীপ্ত অর্থ সংকটে মৃত্যুপথযাত্রী ইতোপূর্বে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইউনিভারর্সিটি অফ ডেভেলমেন্ট অল্টারনেটিভ এর শিক্ষার্থী ছিলেন ।
বিরামপুর ওর্ল্ড স্কাউট রি-ইউনিয়নের পক্ষে স্কাউটস ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক জানান, সুদীপ্তর গর্বিত পিতা সমর কুমার কুন্ডর সাথে আমরা একসাথে বাংলাদেশ স্কাউটস ১৯৮৫-৮৬ জাতীয় জাম্বুরী সম্পন্ন করেছি। তিনি বিরামপুর সহ সারাদেশের স্কাউট ও ওর্ল্ড স্কাউট পরিবারের কাছে সুদীপ্তকে সুস্থ করতে আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।
বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমিকের পরিচালক ও অধ্যক্ষ মোশফিকুর রহমান লিটন জানান, সুদীপ্তকে আর্থিক সহযোগিতা করতে অনুরোধ করায় তার ভাই রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফাস্ট সেক্রেটারী মাজেদুর আর্থিক সহযোগিতা পাঠিয়েছেন। তিনি নিজেও আর্থিক সহযোগিতা করেছেন এবং চাইছেন।
সুদীপ্ত কুন্ডুর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস সিটি ব্যাংক, খিলখেত শাখা,ঢাকা। হিসাব নং ২১৮৪২৭৭০৬২০০১. বিকাশ/নগদ নাম্বার: ০১৭৮১০৫৩৮৪০, রকেট - ০১৭৮১০৫৩৮৪০১
(প্রয়োজনে যোগাযোগ) সুদীপ্তর বাবা সমর কুমার কুন্ডু : ০১৭১৫-১৩৯১৮৫
......................................................................................................................................................
প্রয়োজনীয় তথ্য : মেডিকেল রিপোর্ট সারসংক্ষেপ
রোগীর ইতিহাস:
রোগী শৈশবে কনজেনিটাল বিলিয়ারি অ্যাট্রেসিয়ায় আক্রান্ত হন, যা একটি বিরল এবং গুরুতর লিভারের সমস্যা। সময়ের সঙ্গে সঙ্গে এই অবস্থার অবনতি ঘটে এবং প্রাপ্ত বয়স্ক অবস্থায় এটি সেকেন্ডারি লিভার সিরোসিস এ রূপান্তরিত হয়। এর সঙ্গে দেখা দিয়েছে নিম্নোক্ত জটিলতাগুলো:
পনোমেগালি (পিহা বড় হওয়া),
থ্রমোসাইটোপেনিয়া (রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে যাওয়া),
পজিটিভ সিএমভি এর উপস্থিতি,
হাইপারবিলিরুবিনেমিয়া (রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়া)
বর্তমান অবস্থা:
সিরোসিসের কারণে লিভারের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এই জটিলতাগুলো
রোগীর জীবনের জন্য গুততর হুমকি হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসা পরিকল্পনা: রোগীর জীবন রক্ষার জন্য এবং স্বাভাবিক লিভার কার্যক্ষমতা পুনরুদ্ধারের জন্য যত দ্রুত সম্ভব লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হবে ভারতে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit