প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ
২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ইভেন্ট

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): নতুন বছরের প্রথম দিনে সিলেটের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই দেওয়া হচ্ছে। এ বছর আনুষ্ঠানিকভাবে কোনো বই উৎসব না হলেও, বিদ্যালয়গুলোতে স্বল্প পরিসরে আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে বই। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন বিদ্যালয়ে ও মাদরাসায় একযোগে বই দেওয়া হয়। নতুন বইয়ের ছোঁয়া পেয়ে আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এ সময় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণে অংশ নেন তিনি।
শিক্ষকরা জানান, গত বছরের মত এবার বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। তবে বিদ্যালয়ের নিজ নিজ শ্রেণির শিক্ষকরা তাদের ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে নিজ দায়িত্বে বই বিতরণ করবেন।
অগ্রগামী স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী হাবিবা জান্নাত বলেন, ‘সপ্তম শ্রেণির পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই অপেক্ষায় ছিলাম নতুন বইয়ের। নতুন বছরে নতুন বই পেয়ে খুশি আমরা। নতুন বই পেয়ে আরো ভালো করে পড়ালেখা করতে চাই।’
সিলটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, এ বছর বই উৎসব হয়নি। শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে কিনা তা পরিদর্শনে এসেছি। যে পরিমাণ বই পেয়েছি তা সব উপজেলায় পাঠানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ থেকে ক্লাস শুরু হয়েছে।
সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ জানান, সিলেটের দুইটি উপজেলা বাদে সবকটি উপজেলার শিক্ষার্থীদের আজ বই দেওয়া হয়েছে। শিগগিরই সব শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit