মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): স্বাগতিক পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। তবে  ভারতীয় দল সরকারের কাছ থেকে পাকিস্তান সফরে অনুমতি না পাওয়ায় টিম ইন্ডিয়া তাদের  ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। হাইব্রিড মডেলের অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, রাওয়ালপিন্ডি লাহোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে হবে কিছু ম্যাচ। সব মিলিয়ে টুর্নামেন্টে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সব ম্যাচই  দিবারাত্রির

চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি :

গ্রুপ’ : বাংলাদেশ, পাকিস্তান, ভারত নিউজিল্যান্ড

গ্রুপবি’ : অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড আফগানিস্তান

গ্রুপ পর্ব :

১৯ ফেব্রুয়ারি : পাকিস্তাননিউজিল্যান্ড, ভেন্যুকরাচি (দুপুর৩টা)
২০ ফেব্রুয়ারি : বাংলাদেশভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত (দুপুর৩টা)
২১ ফেব্রুয়ারি : আফগানিস্তানদক্ষিণ আফ্রিকা, করাচি, পাকিস্তান (দুপুর৩টা)
২২ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়াইংল্যান্ড, লাহোর, পাকিস্তান (দুপুর৩টা)
২৩ ফেব্রুয়ারি : পাকিস্তানভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত (দুপুর৩টা)
২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশনিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি, পাকিস্তান (দুপুর৩টা)
২৫ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি, পাকিস্তান (দুপুর৩টা)
২৬ ফেব্রুয়ারি : আফগানিস্তানইংল্যান্ড, লাহোর, পাকিস্তান (দুপুর৩টা)
২৭ ফেব্রুয়ারি : পাকিস্তানবাংলাদেশ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান (দুপুর৩টা)
২৮ ফেব্রুয়ারি : আফগানিস্তানঅস্ট্রেলিয়া, লাহোর, পাকিস্তান (দুপুর৩টা)
মার্চ : দক্ষিণ আফ্রিকাইংল্যান্ড, করাচি, পাকিস্তান (দুপুর৩টা)
মার্চ : নিউজিল্যান্ডভারত, দুবাই, সংযুক্ত আরব আমিরাত (দুপুর৩টা)

সেমিফাইনাল :

মার্চ : প্রথম সেমিফাইনাল, দুবাই, সংযুক্ত আরব আমিরাত (দুপুর৩টা)
মার্চ : দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর, পাকিস্তান (দুপুর৩টা)

ফাইনাল :

মার্চ : ফাইনাল (দুপুর৩টা)

১১৬ Views
CATEGORIES

COMMENTS