প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের ২৮ নেতকর্মীকে জেল হাজতে প্রেরণ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (নেত্রকোনা): জেলার মদনে একটি বিস্ফোরক মামলায় হাজিরা দিতে আসা আওয়ামী লীগের ২৮ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
আজ রোববার দুপুর ১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করেছেন।
জানা গেছে, গত বছর ৮ সেপ্টেম্বর মদন উপজেলার চাঁচগাও চকপাড়া গ্রামে মো. শামছুল হক বাদী হয়ে মদন থানায় মামলাটি দায়ের করেন।
বিশেষ ক্ষমতা আইনে মামলায় ৩৯ জনকে আসামি করা হয়।
পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে ২৮ জন আসামি জামিন চেয়ে আজ আদালতে হাজিরা দিতে আসলে জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন বিচারক।
আসামিদের সকলেই আওয়ামী লীগের, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
তবে ২৮ জনের মধ্যে একজনের বয়স কম থাকায় তাকে আলাদা সংশ্লিষ্ট হাজতে প্রেরণ করে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit