প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ২:০৯ অপরাহ্ণ
আগামীকাল থেকে ফের শুরু হচ্ছে ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): আগামীকাল সোমবার থেকে ফের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের রাস্তাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ শুরু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোতে পুনরায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ শুরু করা হবে। শুক্রবার, শনি ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো সন্ধ্যা ৬.৩০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য যানবাহন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহন ও ভারী যানবাহন ক্যাম্পাসে প্রবেশ সবসময় নিয়ন্ত্রিত থাকবে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit