প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৩, ১:১৯ অপরাহ্ণ
আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে : পররাষ্ট্রমন্ত্রী

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (সিলেট): আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ মঙ্গলবার দুপুরে দলীয় মনোনয়ন নিয়ে সিলেট এসে পৌঁছালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে দেওয়া অভ্যর্থনার জবাবে তিনি এ মন্তব্য করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী সবার উদ্দেশ্যে বলেন, দলের সভাপতি জাতির পিতার কন্যা শেখ হাসিনা আমাকে নৌকার প্রার্থী হিসাবে আবারও মনোনীত করেছেন। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, যাতে নির্বাচনে জয়ী হয়ে সিলেট তথা দেশবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করতে পারি।
তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদেরকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক লোকজন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।a
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit