মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ ব্যাংক খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত

আজ ব্যাংক খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় অস্থায়ী পশুর হাট রয়েছে ২২টি। আর এসব পশুর হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখা ও উপ-শাখায় বৃহস্পতিবার (৭ জুলাই) ব্যাংকিং কার্যক্রম চলবে রাত ৮টা পর্যন্ত।

এ সংক্রান্ত একটি নির্দেশনা গত মঙ্গলবার (৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল আজহার আগে ৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সান্ধ্য ব্যাংকিং কার্যক্রম চলবে। এর পরের দুই দিন ৮ ও ৯ জুলাই (শুক্র ও শনিবার) কোরবানির পশুর হাটের নিকটবর্তী ব্যাংক শাখা খোলা থাক‌বে। এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা কর‌তে হবে।

প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শাখা, উপ-শাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা প্রদান করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১১১ Views
CATEGORIES

COMMENTS