প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ
আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে হবে স্পোর্টস হাব : আসিফ মাহমুদ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে স্পোর্টস ভিলেজ বা হাব করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার প্রদানের পর উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা প্রথম থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা থাকা দরকার। স্পোর্টস ভিলেজের মত। এটি বিভিন্ন দেশে দেখেছি। যে দেশগুলো স্পোর্টসে ভালো করেছে। চীনে এমনটা আছে। প্রাথমিকভাবে চীনের সাথে আলোচনা চলছিল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারকে এ বিষয়টা জানিয়েছিলাম। কিছু দিন আগে স্যার যখন আরব আমিরাতে গিয়েছিলেন তখন এ বিষয় নিয়ে আলোচনা করেন। সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদের আর্থিক সহায়তা করার ব্যাপারে একমত হয়েছে। আমরা যেহেতু ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি এজন্য দেশের আটটি বিভাগে আটটি স্পোর্টস হাব করার সিদ্ধান্ত হয়েছে। এখন মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয় আরও বিস্তারিত পরিকল্পনা করে আমাদের কি পরিমান আর্থিক সহায়তা লাগবে সেটা জানাবে। আশা করছি আগামী অর্থ বছরেই কাজ শুরু করতে পারব।’
ক্রিকেট ও শুটিং বাদে দেশের অন্যান্য সব ফেডারেশন জাতীয় স্টেডিয়াম এলাকায়। এরমধ্যে অনেক খেলার ভেন্যু ও ফেডারেশনের কার্যালয় নেই।
তাই খেলার ভেন্যু ও ফেডারেশনের কার্যালয় দেওয়ার পরিকল্পনার কথা জানান আসিফ মাহমুদ, ‘গুলশানে জাতীয় ক্রীড়া পরিষদের একটি জায়গা ছিল যা বেদখল হয়েছিল। সেই জায়গার দালিলিক কিছু জটিলতা ছিল যেগুলো আমরা শেষ করেছি। সেখানে আমরা ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলোর কার্যালয় বা খেলা আয়োজনের ব্যবস্থা করা যায় কিনা সেটি নিয়ে কাজ করছি।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit