প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৩, ৩:৪৪ অপরাহ্ণ
“ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইন” এর শুভ উদ্বোধন : নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ হুমায়ুন কবীর

স্টাফ রিপোর্টার : ১৮ মাচ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যৌথভাবে "ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইন" এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। ১৩২ কিলোমিটার দৈঘ্যের এই পাইপ লাইনের মাধ্যমে আসামের নুমালীগড় থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ডিজেল সরবরাহ করা হবে। বর্তমানে উত্তরাঞ্চলের বছরে ডিজেলের চাহিদা প্রায় ৩ লক্ষ মে.টন।এছাড়া সৈয়দপুরে নির্মীয়মান ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র চালু হলে লাগবে আরো ২.২.৫ লক্ষ মেট্রিক টন ডিজেল। এই তথ্য নিশ্চিত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ হুমায়ুন কবীর।
এই পাইপলাইনের মাধ্যমে আধুনিক ও সহজতর পদ্ধতিতে প্রতিকূল পরিবেশেও স্বল্প খরচে জ্বালানি সরবরাহ করা যাবে। পার্বতীপুর ডিপোর ধারণক্ষমতা বৃদ্ধি পাবে ( প্রায় ১৪০০০ মে.টন থেকে ৪৩০০০ মে.টন)। এতে বর্তমানে রংপুর বিভাগ সহ উত্তরাঞ্চলের ১৬টি জেলায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।উত্তরাঞ্চলের চাষাবাদ,শিল্পায়ন সহ অর্থনৈতিক কার্যক্রম ও উন্নয়ন আরো গতিশীল হবে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও ভারতের নুমালীগড় রিফাইনারি কতৃক বাস্তবায়িত এই পাইপলাইন এর উদ্ধোধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit