শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদযাত্রা: পথে পথে ভাড়া নৈরাজ্য

ঈদযাত্রা: পথে পথে ভাড়া নৈরাজ্য

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (টাঙ্গাইল): টাঙ্গাইলের শাড়ির কারিগর হারুন মিয়া (৩৫)। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী যাচ্ছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ৬টা থেকে বাসের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু যাত্রীর চাপ থাকায় কোনো সিট ফাঁকা পাননি। দাঁড়িয়ে গেলেও গুণতে হবে দ্বিগুণ ভাড়া। তাই প্রায় ৬ ঘণ্টা গাড়ি জন্য অপেক্ষা করে পৌনে ১২টার দিকে বাড়তি ভাড়া দিয়ে ট্রাকযোগে বাড়ি উদ্দেশ্যে রওনা হন তিনি।

হারুন বলেন, আমি পাথরাইল এলাকায় তাঁতের শাড়ি বুনি। ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। স্বাভাবিক সময়ে বাস ভাড়া ৪৫০ থেকে ৬০০ টাকা হলেও ঈদ উপলক্ষে বাসের সুপারভাইজাররা দেড় হাজার টাকা দাবি করছে। ১২০০ থেকে এক হাজার টাকার নিচে কাউকে বাসে তুলে না। তাও আবার কোনো সিট নেই। তাই বাধ্য হয়ে ৭০০ টাকা দিয়ে ট্রাকে উঠে বাড়ি যাচ্ছি। এগুলো দেখার কি কেউ নেই।

শুধু হারুন মিয়া নয়, ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পথে পথে চলছে ভাড়া নৈরাজ্য। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ্য করা গেছে। এছাড়া, মহাসড়কের সদর উপজেলার করটিয়া, আশেকপুর, রাবনা, এলেঙ্গাসহ বিভিন্ন পয়েন্টে ঘরমুখো মানুষের চাপ রয়েছে।

মহাসড়কের পৌলি এলাকায় কথা হয় রংপুরগামী কামাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করি। অন্য সময় আব্দুল্লাপুর থেকে রংপুর পর্যন্ত ৪৫০ থেকে সর্বোচ্চ ৭০০ টাকা ভাড়া দিয়ে বাসে যাওয়া যায়। ঈদ উপলক্ষে আজকে ১১০০ টাকা ভাড়া দিয়ে রংপুর যাচ্ছি।

একই স্থান থেকে মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল মান্নান বলেন, সকাল থেকে রাবনা এলাকায় বাসের জন্য দাঁড়িয়ে ছিলাম। কিন্তু বাস পেলেও বাড়তি ভাড়া। আগে ১০০ টাকা দিয়ে সিরাজগঞ্জ যেতাম। আর আজ ৩০০ টাকার নিচে কাউকে গাড়িতে তুলছে না। গাড়ি না পেয়ে রাবনা থেকে পৌলি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক হেটে এসেছি।

বাসযাত্রী রুবেল মিয়া বলেন, ঈদ এলেই বাস কর্তৃপক্ষ ভাড়া বাড়িয়ে দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনাসহ এগুলো বন্ধের দাবি জানাচ্ছি।

পাবনাগামী বাসচালক ফজল হক বলেন, ঈদ এলেই আমাদের খরচ বিভিন্ন ক্ষেত্রে বেড়ে যায়। এছাড়া, খালি গাড়ি নিয়ে ঢাকা যেতে হয়। গাড়ি খালি গেলেও খরচ কিন্তু ঠিক হয়। সেই জন্য যাত্রীদের কাছ থেকে একটু বেশি ভাড়া নেওয়া হয়।

৮০ Views
CATEGORIES

COMMENTS