মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ০৫ বিলিয়ন ডলার

এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ০৫ বিলিয়ন ডলার

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): চলতি  এপ্রিল মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১ দশমিক ০৫ বিলিয়ন (১০৫ কোটি) মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের আজ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫৯ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯০ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার।

এপ্রিলের এই সময়কালে প্রতিদিন গড়ে ৮৭ দশমিক ৬৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

এর আগে মার্চ মাসে রেমিট্যান্স এসেছে মোট ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, যা প্রতিদিন গড়ে ১০৯ দশমিক ৮৫ মিলিয়ন ডলার।

৩৪ Views
CATEGORIES

COMMENTS